মৌলের পর্যাপৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন রসায়ন ১ম পত্রঃ অধ্যায়-০৩
মৌলের পর্যাপৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
রসায়ন ১ম পত্রঃ রসায়ন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নPart-02: Written প্র্যাক্টিস প্রবলেম রসায়ন ১ম পত্র: অধ্যায়-০৩
০১। N2, N₂ এদের চৌম্বকীয় ধর্ম কীরূপ হবে? কারণ দর্শাও।।
০২। PCl5, BeF2, XeF2, XeF4, SF, এদের সংকরণ প্রকৃতি লিখ।এই জাতিদে
০৩। নিচের কোন জোড়াটি অণুর আকৃতির দিক থেকে ভিন্ন?
- (i) H2O, F₂O
- (ii) PCl5, NbCls
- (iii) SeF4, CIF3
০৪। সোডিয়াম সেকুইঅক্সাইডের সংকেত কী? গ্রুপ -2 ধাতুর সালফেট লবণের দ্রাব্যতা ক্রম লিখ।
০৫। বরফ পানিতে ভাসে কেন?
০৬। ব্লিচিং পাউডারের বিরঞ্জন ক্রিয়া দেখাও।
নাইট্রিক এসিড এর আনবিক ভর
০৭। নাইট্রিক এসিড থেকে নাইট্রোজেনের পাঁচটি অক্সাইড তৈরীর বিক্রিয়া লিখ।
০৮।
- a) C ও U দ্বারা গঠিত যৌগের কেরোসিনে দ্রাব্যতা ব্যাখ্যা কর।
- (b) QA3 ও A₂Y এর বন্ধন কোণ ভিন্ন কেন?
০৯। নাইট্রাস এসিডের স্বপ্রণোদিত অসামঞ্জস্য বিক্রিয়া লিখ।
১০। নাইট্রাস এসিডের জারণ ও বিজারণ ধর্ম দেখাও।
ধাতু ও ধাতু মিলে কোন যৌগ গঠিত হয় বা কোন বন্ধন গঠিত হয়
১১। SO₂ এর জারণ ও বিজারণ ধর্ম লিখ।
১২।
- (a) মৌলগুলো কোন গ্রুপের প্রতিনিধিত্ব করে? এদের ক্ষেত্রে ধাতব বন্ধনের প্রকৃতি ব্যাখ্যা কর।
- (b) উক্ত মৌলগুলো কেন গলনাঙ্কের ক্রম মেনে চলে। কারণ ব্যাখ্যা কর।
১৩। 25°C এবং 40° C তাপমাত্রায় চুনের সাথে Cl₂ এর বিক্রিয়া লিখ।
১৪।
- (a) B মৌলের আয়ন রঙিন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
- (b) A ও B মৌল দুটির মধ্যে কোনটির জারণ সংখ্যা ভিন্ন হয়? কারণ ব্যাখ্যা কর।
১৫। হ্যালো এসিড সমূহের শক্তির ক্রম, গলনাঙ্কের ক্রম এবং স্ফুটনাঙ্কের ক্রম লিখ।
১৬। ফ্লোরিনের অত্যধিক সক্রিয়তার কারণ কী?
১৭। অনিক AB আয়নিক যৌগটি নিম্নের দ্রাবকসমূহে যোগ করে যৌগটির দ্রবণীয়তা লক্ষ করল।
- (a) (i) এবং (ii) নং দ্রাবকে AB যৌগের দ্রবণীয়তার পাথর্ব্য নির্ণয় কর।
- (b) অনিক যদি কেরোসিনের বদলে ইথানল ব্যবহার করে তবে তার দ্রবণীয়তা কীরূপ হবে ব্যাখ্যা কর।
১৮। বিক্রিয়াগুলো সংঘটনের শর্ত লিখ।
- (a) F2 + NaOH→ NaF + OF2 + H2O
- (b) NaOH + Cl2→ NaCl + NaOCl + H2O
- (c) NaOH + Cl2 → NaCl + NaCIO3 + H
- (d) F2 + NaOH → NaF + O2 + H2O
১৯। B এর অক্সাইড উভধর্মী ব্যাখ্যা কর। (Ref: Guho Sir)
২০।
- (i) N2O5 এ N এর সংকারায়ন কী?
- (ii) Fe(CO)5 এ Fe এর সংকরায়ন এবং জারণ মান কত?
জৈব যৌগের নামকরণ উদাহরণ
২১। জামাল সাহেব ক্লাসে 'A' যৌগের কথা বললেন যা কার্বন এবং একটি হ্যালোজেনের (যার পারমাণবিক সংখ্যা 17) সমন্বয়ে গ এবং জৈব দ্রাবক হিসেবে বহুল ব্যবহৃত। তিনি 'B' যৌগের বৈশিষ্ট্যও বললেন যা অ্যামোনিয়া এবং একটি পরিচিত এসিডের বিক্রিয়ায় গঠিত এবং যা জলীয় দ্রবণে ক্ষারধর্মী।
- (a) 'A' যৌগের আর্দ্র বিশ্লেষণের ব্যাখ্যা দাও?
- (b) 'B' নং যৌগের বন্ধন প্রকৃতি বিশ্লেষণ কর।
২২।
- (a) R ও S দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি ব্যাখ্যা কর।
- (b) PS, QS এবং RS যৌগের গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা কর।
২৩। বোরনের চেয়ে বেরিলিয়ামের আয়নিকরণ বিভব বেশি কেন?
২৪। নিচের বিক্রিয়াগুলো সম্পূর্ণ কর।
- (i) NaOH + NO?
- (ii) B2O3 + HF?
- (iii) BeO + NaOH →?
- (iv) H2O + N2O3→?
২৫।
- (1) P2O5 + H2O→?
- (ii) P2O5 + 4NaOH→?
- (iii) Cl2O7 + H2O→?
- \(iv) Cl2O7 + NaOH→?
২৬। ফাজানের পোলারায়ন নিয়ম লিখ।
২৭। গাঠনিক সংকেত লিখ:
- (i) NH
- (ii) H3O+
- (iii) [Co(NH3)6]+3
- (iv) H3N: BF3
২৮। পর্যায়সারণির একই গ্রুপভুক্ত X ও Y এর e- বিন্যাস যথাক্রমে 1s2 2s2 2p² এবং 1s2 2s2 2p6 3s2 3p²। উভয় মৌল এর সাথে বিক্রিয়ায় হাইড্রাইড তৈরি করে।
- (a) হাইড্রাইড দুইটির বন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
- (b) X ও Y মৌলের হাইড্রাইডদ্বয়ের স্ফুটনাঙ্কের তুলনা কর।
২৯। সমযোজী বৈশিষ্ট্যের ভিত্তিতে নিচের যৌগগুলোকে সাজাও:
- (a) NaCl, KCl, LiCl, RbCl, CsCl
- (b) Agl, AgBr, AgF, AgCl
- (c) HBr, HCl, HF, HI
- (d) CaBr2, CaCl2, Cal2
৩০। গ্রুপ-2 মৌলগুলোর: (a) আয়নের পোলার ক্রম লিখ। (b) কার্বনেটের বিয়োজন প্রবণতার ক্রম লিখ।
কোন যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি
৩১।
- (a) পানির সাথে প্রদত্ত যৌগগুলোর বিক্রিয়া বর্ণনা কর।
- (b) সারণিতে উল্লেখিত যৌগগুলোর ক্ষেত্রে বন্ধন ও স্ফুটনাঙ্কের সাথে আন্ত: আণবিক আকর্ষণের সম্পর্ক ব্যাখ্যা কর।
৩২। অবস্থান্তর ধাতু কি? Co, Zn and Fe এর d-ব্লক মৌলগুলোর কোনটি অবস্থান্তর নয় এবং কেন?
৩৩। ব্রাইন কি? ব্রাইন হতে কস্টিক সোডা উৎপাদনের মূলনীতি ব্যাখ্যা কর।
৩৪। 2 মোল Na₂CO₃ কে উত্তপ্ত করলে কত মোল CO₂ পাওয়া যাবে? ও মোল KNO, কে উত্তপ্ত করলে কত মোল NO₂ পাওয়া যাবে?
৩৫।
- (1) AgF পানিতে দ্রবীভূত হলেও AgCl, AgBr, Agl পানিতে দ্রবীভূত হয় না কেন?
- (ii) NaCl, KCI এর মধ্যে কে বেশি আয়নিক?
- (iii) NaCl, AgCl এর মধ্যে কে পানিতে দ্রবীভূত হয়?
৩৬। H₂SO₄ এ H বন্ধন কিভাবে গঠিত হয় দেখাও
৩৭। গাঠনিক সংকেত দেখাও:
- (a) টেট্রা অ্যামিন কিউপ্রিক সালফেট
- (b) Ar ক্ল্যাথরেট
- (c) নিনহাইড্রিন
৩৮। নিচে উল্লিখিত পদার্থগুলো উত্তপ্ত করলে কী ঘটে তা সমীকরণের সাহায্যে দেখাও
- (1) NH4NO3
- (ii) NH4NO2
- (iii) NaNO3
- (iv) Mg(NO3)2
৩৯। নাইট্রোজেনের অক্সাইডসমূহের ভৌত অবস্থা লিখ
৪০। Cu এর সাথে গাঢ়, মাধ্যম গাঢ়, লঘু, অতি লঘু, বাষ্পীয় HNO3 এর বিক্রিয়া লিখ
৪১। গাঠনিক সংকেত লিখ:
- (i) NO2
- (in) N204
- (iii) N2O5
- (iv) ΝΟΣ
৪২। ক্যাথরেট যৌগ কী? উদাহরণ দাও।
৪৩।
- (i) NaOH + N2O3→?
- (ii) H2O + NO2→
- (iii) NaOH + N2O5?
- (iv)B2O3 + NaOH→?
৪৪। নিচের যৌগ/আয়নগুলোর নাম লিখ
- (a) SH3+
- (b) H2N2O2
- (c) AsH3
- (d) H4P207
৪৫। সোডা অ্যাশ প্রস্তুতির সময় অ্যামোনিয়া পুনরুদ্ধারের বিক্রিয়া লিখ।
৪৬। সোয়েটজার বিকারক কী?
৪৭। সংকেত লিখ:
- (a) ফিটকিরি
- (b) রশেল লবণ
- (c) জিওলাইট
- (d) বোরাক্স
- (c) ব্লিচিং পাউডার
- ৪৮। আকরিকসমূহের সংকেত লেখ।
- (৪) কোরান্ডাম
- (b) ম্যাগনেসাইট
- (c) রকসল্ট
- (d) চিলি সল্ট পিটার
- (c) গ্যালেনা
- (f) ডলোমাইট
- (g) জিপসাম
- (h) চুনাপাথর
- (i) ফেলস্পার
- (1) বক্সাইট
- (k) ক্রায়োলাইট
- (1) কেওলিন
- (m) ফসফোরাইট
- (n) ক্লোর অ্যাপাটাইট
- (০) ফ্লোর অ্যাপাটাইট
- (p) কপার পিরাইট
- (৭) অরপিমেন্ট
৪৯। ইথানলে পানি যোগ করলে দ্রবণের আয়তন হ্রাস পায় কেন?
৫০। নিম্নলিখিত জটিল যৌগসমূহের রাসায়নিক সংকেত লিখ
- (i) মরিচা
- (ii) অ্যাসবেস্টোজ
- (iii) প্রাকৃতিক জিয়োলাইট
- (iv) জিংক পাইরোফসফেট
- (v) সোডিয়াম ফ্লোরোফসফেট
৫১। নিম্নলিখিত সংক্ষিপ্ত রূপসমূহের পূর্ণ রূপ লিখ।
- (1) DPF;
- (11) AAS;
- (iii) MRI;
- (iv) BTU;
- (v) FTIR