ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাক্টিস প্রবলেমের - পদার্থবিজ্ঞান ২য় পত্র: অধ্যায়-০১

 ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং সাজেশন ভিত্তিক প্রশ্ন - রিটেন বুস্টার প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রশ্ন ব্যাংক - ম্যাথ ককটেল রিটেন

ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাক্টিস প্রবলেমের

প্র্যাকটিস বুক রসায়ন অধ্যায়-০২ধাপঃ ০৩মুল বইয়ের স্ট্যান্ডার্ড রিটেন প্র্যাক্টিস প্রবলেম ককটেল ম্যাথ Engineering problems and solutions examples

০১। 1 gm পানিকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 100°C তাপমাত্রায় ফুটালে 1672 cc বাষ্পে পরিণত হয়। এই চাপে পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2270000 JKg-¹। বাহ্যিক কৃতকাজ ও অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি নির্ণয় কর।

০২। 30°C তাপমাত্রার 0.5kg পানিকে স্বাভাবিক চাপে 2000 cm³ আয়তনের বাষ্পে পরিণত করা হল। এ প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.28 × 10°)। পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.268 × 10°Jkg-1 এবং পানির আপেক্ষিক তাপ 4200 Jkg-1K-11
  • (a) প্রদত্ত প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ নির্ণয় কর।
  • (b) প্রদত্ত প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি না- গাণিতিকি ব্যাখ্যার মাধ্যমে যাচাই কর।
০৩। 1 মোলের কোন গ্যাসকে 27°C এ সমোষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দেওয়া হল যতক্ষণ পর্যন্ত না এর আয়তন দ্বিগুণ হয়। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একে আবার আগের আয়তনে ফিরিয়ে আনা হল। মোট কৃতকাজের। পরিমাণ কত? [y = 1.4]

০৪। দু'জন ইঞ্জিনিয়ার দুটি তাপ ইঞ্জিন আবিষ্কার করেন। ইঞ্জিন দুটি 400K এবং 800K তাপমাত্রার ব্যবধানে কার্যকর। ইঞ্জিন দুটিতে 10gm ভরের ভিন্ন কার্যকর পদার্থ ব্যবহৃত হয়েছে। ১ম ইঞ্জিনে ব্যবহৃত জ্বালানির আপেক্ষিক তাপ 2000J kg-¹ K-¹, ২য় ইঞ্জিনে ব্যবহৃত জ্বালানির আপেক্ষিক তাপ 1500] Kg¹ K-1
  • (a) প্রথম ইঞ্জিনের দক্ষতা 10% বাড়াতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?
  • (b) কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব হবে বলে তুমি মনে কর? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
০৫। 0°C তাপমাত্রার 50gm পানির সাথে 80°C তাপমাত্রার সমপরিমাণ পানি মিশানো হল।
  • (a) মিশ্রণের তাপমাত্রা নির্ণয় কর।
  • (b) প্রক্রিয়াটিতে এনট্রপি বাড়ে না কমে- গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে মতামত দাও।
০৬। A ও B বিন্দুতে অন্তঃস্থ শক্তি যথাক্রমে ০ ও 30 J এবং B হতে Cঅবস্থানে যেতে তাপগতীয় ব্যবস্থায় 50 J তাপশক্তি সরবরাহ করা হয়েছে।
  • (a) উদ্দীপক অনুসারে C অবস্থানে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত?
  • (b) উদ্দীপক অনুসারে C হতে A অবস্থানে আসতে কৃতকাজ ও ABC চক্রে কৃতকাজ তাপগতীয় প্রক্রিয়া অনুযায়ী ব্যাখ্যা কর। 59. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখা গেলো কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার ত্রিঘাতের সমানুপাতিক। গ্যাসটির ক্ষেত্রে y এর মান নির্ণয় কর।
০৭। A ও B দুটি সিলিন্ডারে ঘর্ষণবিহীন পিস্টন দ্বারা 2 atm চাপে ও 27°C তাপমাত্রায় 2g হিলিয়াম গ্যাস আছে। A আদর্শ তাপ পরিবাহী ও B আদর্শ তাপ অপরিবাহী। উভয় পিস্টন থেকে বল F অপসারণ করা হলো।
  • (i) B সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
  • (ii) A ও B উভয়ের ক্ষেত্রে হিলিয়াম কৃত কাজ সমান হবে কী না? গাণিতিক ব্যাখ্যার সাহায্যে দেখাও।
০৮। এক পারমাণবিক গ্যাসের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তনের হার 100 Pas-¹, ঐ মুহূর্তে আয়তন পরিবর্তনের হার কত?

০৯। এক তাপগতীয় প্রক্রিয়া P = av² সূত্র মেনে চলে, যখন a = 2 আবার, V = 1m³ থেকে V = 3m³ এ আনা হলে সিস্টেমের তাপ এর পরিবর্তন কত? P Pa; V m³; y = ; n = 1mole 5

Engineering problem examples


ধাপ 0১ঃ মূল বইয়ের স্ট্যান্ডার্ড Written প্র্যাক্টিস প্রবলেম স্থির তড়িৎ অধ্যায় দ্বিতীয়

১০। 02m এবং 0.04 m ব্যাসার্ধের দুটি গোলককে পরস্পরের পৃষ্ঠ হতে 0.14m দূরত্বে রাখা হলো। প্রতিটি গোলককে 40C চার্জ প্রদান করা হলে তাদের মধ্যে কত বল ক্রিয়া করবে নির্ণয় কর।

১১। 10-15 এবং 3C মানের তিনটি চার্জ 0.10m ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের পরিধির তিনটি ভিন্ন বিন্দুতে অবস্থিত। বৃত্তের কেন্দ্রে বিভব কত?

১২। বায়ু মাধ্যমে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর দ্বিমেরুর কেন্দ্র থেকে 5cm দূরে তড়িৎ প্রাবল্য 2.5 × 10+ NC-¹ এবং 10 cm দূরে তড়িৎ প্রাবল্য 2 × 10°NC"। তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য নির্ণয় কর।

১৩। নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত অসীম রৈখিক আধান থেকে 2 cm দূরে 9 x 10°NC-। তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়েছে। আধানের রৈখিক ঘনত্ব নির্ণয় কর।

১৪। 12 cm ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের তল সুষমভাবে 1.6 × 10-7℃ আধানে আহিত।
  • (১) গোলকের অভ্যন্তরে,
  • (২) গোলকের পৃষ্ঠে এবং
  • (৩) গোলকের কেন্দ্র থেকে 18cm দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন