পাঠ্যবইয়ের অ্যাক্টিভিটি বিজ্ঞান ষষ্ঠ শ্রেণি নতুন ক্যারিকুলাম এর শিখনকালীন মূল্যায়ন
শিখনকালীন মূল্যায়নঃ পাঠ্যবইয়ের অ্যাক্টিভিটিনতুন ক্যারিকুলাম এর শিখনকালীন মূল্যায়নঃ আকাশ কত বড়? বিজ্ঞান ষষ্ঠ শ্রেণি
এই সেশনের অ্যাক্টিভিটি সম্পন্ন করতে সৌরজগত সম্পর্কে জানতে হবে, যা তোমরা ইতোমধ্যেই 'পাঠ সহায়ক বিষয়বস্তু' অংশে জেনেছ।
সেশনের জন্য প্রয়োজনীয় সামগ্রীঃ
মাউন্ট বোর্ড, কালার পেপার, ক্যালেন্ডারের কাগজ, কালার পেন, কাঁচি, রঙ পেনসিল, অনুসন্ধানী পাঠ বই, অনুশীলন বই।
সৌরজগত অংশ পড়ে সেখানকার তথ্য সংগ্রহ করে ফ্ল্যাশকার্ড তৈরি করো [সূত্রঃ অনুশীলন বই, পৃষ্ঠা-১০]
কাজের ধারা
- শিক্ষক/অভিভাবক বা সহপাঠীর সাথে আমাদের নিজস্ব সৌরজগত নিয়ে আলোচনা করো।
- পাঠ সহায়ক বিষয়বস্তু থেকে 'সৌরজগৎ' অংশটি ভালোভাবে পড়ো এবং শিক্ষক, অভিভাবক বা সহপাঠীর সাথে আলোচনা করো।
- সৌরজগৎ অংশ পড়ে সেখানকার তথ্য ব্যবহার করে কিছু ফ্ল্যাশকার্ড তৈরি করো। ফ্ল্যাশকার্ডে কোনো গ্রহ-উপগ্রহের এক বা একাধিক তথ্য দেওয়া থাকবে।
- যেকোনো শক্ত কাগজ যেমন মাউন্ট বোর্ডকালার পেপার, ক্যালেন্ডারের কাগজ ব্যবহার করে কাজটি করো।
১। আমি সূর্যের সবচেয়ে কাছে থাকি, বলতো আমি কে?
২। সূক্ষ্ম বলয় আছে আমার, শুয়ে প্রদক্ষিণ করি সূর্যকে, বলতো আমি কে?
৩। এই সৌর জগতে সূর্যের পর আমিই সবচেয়ে বড়, বলতো আমি কে?
৪। আমাকে শুকতারা নামে ডাকা হয়, ভোররাতে পূর্ব আকাশে বা সন্ধ্যারাতে পশ্চিম আকাশে আমাকে উজ্জ্বল হয়ে জ্বলতে দেখা যায়বলতো আমি কে?
৫। সৌরজগতে একমাত্র আমার মধ্যেই প্রাণের উন্মেষ ঘটেছে, বলতো আমি কে?
৬। আমার উপগ্রহ সবচেয়ে বেশি, বলতো আমি কে?
৭। আমি সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ, বলতো আমি কে?
৮। ডিমোস আর ফোবস আমার দুটি উপগ্রহ, বলতো আমি কে?
৯। আমার বরফ কণা দিয়ে তৈরি বলয় টেলিস্কোপে সহজেই দেখা যায়, বলতো আমি কে?
১০। আমি দেখতে লালচে, বলতো আমি কে?
নমুনা উত্তরঃ ১। বুধ গ্রহ; ২। ইউরেনাস গ্রহ; ৩। বৃহস্পতি গ্রহ, ৪। শুক্র গ্রহ; ৫। পৃথিবী; ৬। শনি গ্রহ; ৭। নেপচুন গ্রহ; ৮। মঙ্গল গ্রহ; ৯। শনি গ্রহ; ১০। মঙ্কাল গ্রহ।
গ্রহের পরিচিতি পোস্টার বা কার্ড তৈরি করো। [সূত্রঃ অনুশীলন বই: পৃষ্ঠা-১১]
- পৃথিবীর তুলনায় কত বড়/ছোটো?
- সূর্য থেকে কত দূরে?
- গ্রহের তাপমাত্রা কেমন?
- চাঁদ বা উপগ্রহ আছে কিনা, থাকলে সংখ্যা কয়টি?
- গঠন কেমন? (কঠিন/তরল/গ্যাসীয়)
- বায়ুমণ্ডল আছে কিনা?
- দিনের দৈর্ঘ্য কত ঘণ্টা?
- সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? অর্থাৎ বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম/বেশি?
কাজের ধারা
- সৌরজগতের ৮টি গ্রহের পরিচিতি পোস্টার/কার্ড তৈরি করো।
- প্রয়োজনে নিচের নমুনা পোস্টার বা কার্ডের সহায়তা নিতে পারো।
নমুনা পোস্টার/কার্ডঃ
বুধ (Mercury)
- পৃথিবীর তুলনায় ১৮ গুণ ছোট।
- সূর্য থেকে ৫৮ মিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা ১৬৭°C
- উপগ্রহ নেই।
- গঠন কঠিন।
- বায়ুমণ্ডল নেই।
- দিনের দৈর্ঘ্য পৃথিবীর ছয় মাসের সমান।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ৮৮ দিন সময় লাগে।
শুক্র (Venus)
- পৃথিবীর আয়তনের প্রায় সমান।
- সূর্য থেকে ১০৭.৫৬ মিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা ৪৭৬°C।
- উপগ্রহ নেই।
- গঠন কঠিন।
- বায়ুমণ্ডল নেই।
- দিনের দৈর্ঘ্য পৃথিবীর প্রায় ৪ মাসের সমান।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ২২৫ দিন সময় লাগে।
পৃথিবী (Earth)
- সূর্য থেকে ১৪৭.২৫ মিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা ১৫°০।
- একমাত্র উপগ্রহ চাঁদ।
- গঠন কঠিন।
- বায়ুমণ্ডল রয়েছে।
- দিনের দৈর্ঘ্য ২৪ ঘন্টা।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় লাগে।
মঙ্গল (Mars)
- পৃথিবীর তুলনায় ২ গুণ ছোট অর্থাৎ পৃথিবীর অর্ধেক।
- সূর্য থেকে ২২৬.০৫ মিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা - ৬০°C
- দুইটি উপগ্রহ আছে- ফোবোস ও ডিমোস।
- গঠন কঠিন।
- খুব হালকা এক ধরনের বায়ুমণ্ডল আছে।
- দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা ৩৭ মিনিট।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ২ বছর সময় লাগে।
বৃহস্পতি (Jupiter)
- পৃথিবীর তুলনায় ১৩০০ গুণ বড়।
- সূর্য থেকে ৭৪৫.০৫ মিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা-১১০°০।
- উপগ্রহ ৭৯ টিএর মধ্যে চারটি সবেচেয়ে বড়।
- গঠন গ্যাসীয়।
- বায়ুমণ্ডল নেই।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ১২ বছর সময় লাগে
- দিনের দৈর্ঘ্য ১০ ঘণ্টা
শনি (Saturn)
- পৃথিবীর তুলনায় ৯৫ গুন বড়।
- সূর্য থেকে ১.৪৫৬ বিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা-১৭৮°C
- উপগ্রহ ১৪৬ টি।
- গঠন গ্যাসীয়। বায়ুমণ্ডল নেই।
- দিনের দৈর্ঘ্য পৃথিবীর প্রায় ২ দিনের সমান।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ২৯ বছর সময় লাগে।
ইউরেনাস (Uranus)
- পৃথিবীর তুলনায় ৬৩ গুণ বড়।
- সূর্য থেকে ২.৯৩৩৪ বিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা-১৯৫°C। উপগ্রহ ২৭ টি।
- গঠন গ্যাসীয়।
- বায়ুমণ্ডল নেই।
- দিনের দৈর্ঘ্য পৃথিবীর প্রায় ১৭ ঘণ্টার সমান।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ৮৪ বছর সময় লাগে।
নেপচুন (Neptune)
- পৃথিবীর তুলনায় ৫৭.৭ গুণ বড়।
- সূর্য থেকে ৪.৪৭২৫ বিলিয়ন কি.মি দূরে।
- তাপমাত্রা -২১৪°C।
- উপগ্রহ ১৪ টি।
- গঠন গ্যাসীয়।
- বায়ুমণ্ডল নেই।
- দিনের দৈর্ঘ্য পৃথিবীর প্রায় ১৬ ঘণ্টার সমান।
- সূর্যকে প্রদক্ষিণ করতে ১৬৫ বছর সময় লাগে।
প্রাসঙ্গিক প্রশ্ন ও নমুনা উত্তর
শিখন অভিজ্ঞতা চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শ্রেণি কার্যক্রমে আগ্রহী এবং কী কী শিখেছে তা নিশ্চিত করবেন। এখানে শিক্ষক সহায়িকা ও অনুশীলন বইয়ের আলোকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এগুলো ভালোভাবে অনুশীলন করো।
প্রশ্ন-১। প্লুটোকে কেন গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না?
উত্তরঃ গ্রহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি তার কক্ষপথের সকল জঞ্জাল আকর্ষণে পরিষ্কার করে রাখেপ্লুটো আকারে ছোট হওয়ায় সেটি নিরা আপারত না। তাই ২০০৬ সাল থেকে এটিকে আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না।
প্রশ্ন-২। নিচের তথ্যগুলো থেকে গ্রহটি শনাক্ত করো।
(ক) এটি ধুলাময়, লালচে এবং মরুভূমির মত।
(খ) দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান।
(গ) হালকা ধরণের বায়ুমন্ডল আছে।
উত্তরঃ গ্রহটি মঙ্গল গ্রহ।
প্রশ্ন-৩। সৌরজগতের গ্রহ কয়টি ও কী কী?
উত্তরঃ সৌরজগতের গ্রহ ৮টিএগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মজাল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
প্রশ্ন-৪। কোন কোন গ্রহে বায়ুমণ্ডল আছে।
উত্তর: বুধ, শুক্র ও পৃথিবীতে বায়ুমণ্ডল আছে
প্রশ্ন-৫। পৃথিবী থেকে আমরা খালি চোখে কোন কোন গ্রহ দেখতে পাই?
উত্তরঃ পৃথিবী থেকে খালি চোখে আমরা বুধ, শুক্র, মঙ্গল ও শনি দেখতে পাই।