মানব দেহের শ্বসন ও শ্বাসক্রিয়া কিভাবে সংঘটিত হয়

মানব দেহের শ্বসন ও শ্বাসক্রিয়া কিভাবে সংঘটিত হয়

মানব দেহের শ্বসন ও শ্বাসক্রিয়া কিভাবে সংঘটিত হয়


ফুসফুসের কাজ


  • দেহ হতে শ্বসন বর্জ্য CO₂ নিষ্কাশন করে।
  • সেসোটোনিন ও হিস্টামিন ক্ষরণ ও বিমুক্ত করে।
  • নর অ্যাড্রিনালিন ও অ্যাড্রিনালিনকে নিষ্ক্রিয় করে।
  • ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে। এটি অ্যানজিওটেনসিন I কে এনজি ওটেনসিন Ⅱ এ রূপান্তরিত করে। ব্রাডিকিনিন ও প্রোস্টাপ্লান্ডিন সংশেষ ও দেহ হতে অপসারণ করে।
 

বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল

বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল

শ্বসন প্রক্রিয়া

শ্বসন প্রক্রিয়া


বায়ু পরিবহন অঞ্চল

বায়ু পরিবহন অঞ্চল


শ্বসন অঞ্চল

শ্বসন অঞ্চল


শ্বসন তন্ত্রের কাজ


  • ① শ্বসন গ্যাসের বিনিময়
  • ② শক্তি উৎপাদন
  • ③ পানি সাম্য বজায় (400-600)/(600-800) ml то নিঃশ্বাসের মাধ্যমে বের হয়।
  • ④ তাপ নিয়ন্ত্রণ
  • ⑤ এসিড ও ক্ষারর ভারসাম্য
  • 6 শব্দ উৎপাদন
  • ⑦ দূষিত পদার্থের প্রবেশ রোধ,
  • ⑧ উদ্বায়ী গ্যাস (ক্লোরোফর্ম, ইথার, NH₃) নিষ্কাশন
  • 9 Homeostasis (জীবক্রিয়ায় অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখা)
  • Tidal Volume (500 ml)→ স্বাভাবিক যতটুকু বায়ু প্রশ্বাসের সময় নিই অথবা স্বাভাবিক যতটুকু বায়ু নিঃশ্বাসের সময় ত্যাগ করি
  • Inspiratory Reserve Volume (3000 ml)→ 500 ml নেওয়ার পর আরও ৩০০০ ml বায়ু নেওয়া সম্ভব যেটাকে IRV বলে।
  • Expiratory Reserve Volume (1100 ml) 500 ml ছাড়ার পর আরও 1100 ml বায়ু ছাড়া সম্ভব যেটাকে E.R.V. বলে।
  • Residual Volume (1200ml) ~1500 ml → সর্বোচ্চ ছাড়ার পরও ফুসফুসে যে বায়ু অবশিষ্ট থাকে।
  • Vital Capacity (4600ml) → সর্বোচ্চ বায়ু নিয়ে সর্বোচ্চ বায়ু ত্যাগ করা
  • [Tidal(500) + IRV(3000)+ ERY(1100) ~4500
প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 20.9%
প্রশ্বাস বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ 0.04%
Ex Internal Diaphragm ↑
নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 13.7%
নিঃশ্বাস বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ 5.2%

প্রশ্বাস ও নিঃশ্বাসকৌশল

প্রশ্বাস ও নিঃশ্বাসকৌশল

During Normal ventilation - Diaphragm & External Intercostal
Accessory Muscle of Respiration - Sternocleidomastoid
                                                         Scalene
                                                         Serratus Anterior

শ্বসনের নিয়ন্ত্রণ (Control of breathing)

শ্বসনের নিয়ন্ত্রণ (Control of breathing)


PONS-এ বিদ্যমান Pneumotaxic এবং Apneustic Center. 


Medulla-তে বিদ্যমান Ventral Respiratory Group (নিঃশ্বাস (কেন্দ্র) এবং। Dorsal Respiratory Group Glossopharyngeal Nerve Apneustic Center a উদীপ্ত করে। (প্রশ্বাস (অস্ত্র) Apneustic Center VRG-কে অবদমিত করে DRG-কে সক্রিয় করে ফলে প্রশ্বাস ক্রিয়া চালু হয়। নির্দিষ্ট পরিমান বায়ু ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসের stretch Receptor বা টান গ্রাহক সক্রিয় হয় এবং ভেগাস স্নায়র মাধ্যমে Respiratory Center-এ উদ্দীপনা পাঠিয়ে Apneustic Center কে আদমিত করে। ফলে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়। 

উপরিউন্তু Pneumotaxic Center DRG-কে অবদমিত করে VRG-কে সক্রিয় করে। ফলে প্রশ্বাস বন্দ হয়ে নিঃশ্বাস চালু হয়। এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস চলতে থাকে। কোন শরণে রক্তে coz এর মাত্রা বৃদ্ধি পেলে বা pH কমে গেলে এবং ০২ এর মাত্রা কমে গেলে শরীরের বিভিন্ন জায়গায় অবস্থিত কেমোরিমোটর ও মেকানো রিমোটর উদ্দীপিত হয়ে Respiratory Center-এ ভেগাস ও গ্লসোফ্যারিঞ্জিয়ান স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা পাঠায়। 

ফলে Respiratory Rate বৃদ্ধি পায় এবং অধিক হারে ০২ গ্রহন ও co₂ ত্যাগের ফলে রক্তে অটু ও ট এর মাত্রা এবং পিএইচ স্বাভাবিক হয়ে আসে। Central Chemoreceptor মেতুলাতে অবস্থিত এবং ↑ PCO₂ বা pH এ উদ্দীপিত হয়। Peripheral Chemoreceptor বলা হয় Aortic Bady 3 Carotid Body-কে যারা ↑PCOL or PH এবং +9°₂ এই উভয়ক্ষেত্রেই উদ্দীপিত হয়। 

Aortic Body (x) vagus স্নায়ুর মাধ্যমে এবং Carotid Body (fx) Glossopharyngeall স্নাপুর মাধ্যমে Respiratory Center-এ উদ্দীপনা প্রেরণ করে।
Mechanoreceptor যেমন Joint Receptor খেলাধুলা/দৌড়ানোর সময় উদ্দীপিত হয়ে vagus Nerve এর মাধ্যমে Respiratory Center-এ কাদ্দীপনা পাঠায়।
এছাড়াও বিভিন্ন প্রতিবর্তী ক্রিয়া যেমন- Hering-Breur Reflex, Pharyngeal / Gag Reflex, হাঁচি-কাশি ইত্যাদিও শ্বসন প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করে।
সর্বোপরি, হাইপোথ্যালামাস ও সেরেব্রাল কর্টেক্স শ্বসন কেন্দ্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রন করে।

Breathing/ventilation এর নিয়ন্ত্রন


ফুসফুসের টান গ্রাহক কাঁদ্দীপিত হলে ভেগাস স্নায়ুর মাধ্যমে Apneustic Center-কে আদমিত করে যালে DRG প্রশ্বাস ক্রিয়া বন্ধ করে। এসময় Pneumotaxic Center VRG-এর মাধ্যমে নিঃশ্বাস শুরু করে। যখন বাতাস ত্যাগ করা হয় অর্থ্য নিঃশ্বাসের সময় টানল্লাহক উদ্দীপিত থাকে না ফলে Apneustic Center উদ্দীপিত হয়ে DRG-এর মাধ্যমে আবার প্রশ্বাস শুরু করে। এই পর্যায়ক্রমিক ক্রিয়াকে Hering-Breur -Reflex বলে।

বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন মধ্যে পার্থক্য

বহিঃশ্বসন

অন্তঃশ্বসন

ভৌত রাসায়নিক প্রক্রিয়া

জৈব রাসায়নিক প্রক্রিয়া

ফুসফুসে ঘটে

কোষের ভিতরে ঘটে 

O2 ও CO₂ এর বিনিময় ঘটে 

C6H12O6 জারিত হয়

এনজাইম লাগে না

এনজাইম লাগে

ATP উৎপন্ন হয় না

উৎপন্ন হয় 

শ্বাসগ্রহন ও শ্বাসত্যাগ

Glycolysis, Kreb's Cycle, ETS


অ্যালভিওলাস ও কোষে গ্যাস বিনিময়

অ্যালভিওলাস ও কোষে গ্যাস বিনিময়

শ্বাসরঞ্জক

রক্তের যে অংশ দ্বারা শ্বাসন গ্যাস বিশেষ করে অক্সিজেন পরিবাহিত হয় তাকে শ্বাসরঞ্জক বলে।
শ্বাসরঞ্জক

সাইনোসাইটিস এর কারণ লক্ষণ ও প্রতিকার


সাইনোসাইটিস এর কারণ লক্ষণ ও প্রতিকার
ওটাইটিস মিডিয়া এর কারণ লক্ষণ ও প্রতিকার 
ওটাইটিস মিডিয়া এর কারণ লক্ষণ ও প্রতিকার


  • চিকিৎসা
  • ওরাল এবং টপিক্যাল এনালজেসিক ব্যবহার
  • আইবু প্রফেন প্যারাসিটামল আসিটামিনো ফেন
  • আন্টিপাইরিন এবং বেঞ্জোকেইন ড্রপ
  • এমক্সিলিন অ্যান্টিবায়োটিক
  • বেটা ল্যাকট্যামেজ ইন হিবিটর
  • অ্যাজিথ্রোমাইসিন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন