স্থির তড়িৎ এর CQ অনুধাবনমূলক প্রশ্ন ও নমুনা

স্থির তড়িৎ এর (CQ) জ্ঞানমূলক প্রশ্ন ও নমুনা উত্তর
স্থির তড়িৎ এর CQ অনুধাবনমূলক প্রশ্ন ও নমুনা

01. তড়িৎ হিপোল কী?

উত্তরঃ এক জোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বা দ্বিপোল বলে।

02. তড়িৎ ফ্লাক্স কাকে বলে?

উত্তরঃ কোনো তড়িৎ ক্ষেত্রে একটি বন্ধ তল কল্পনা করলে ওই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে।

03. ফ্যারাড কাকে বলে?

উত্তরঃ কোনো ধারকের পাতদ্বয়ের বিভব। ভোল্ট বৃদ্ধি করতে যদি প্রত্যেক পাতে। কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তবে তার ধারকত্বকে । ফ্যারাড বলে।

04. গাউসীয় তল কাকে বলে?

উত্তরঃ একটি চার্জের চারদিকে কল্পিত বন্ধ তলকে গাউসীয় তল বলে।

05. বিন্দু আধান কী?

উত্তরঃ আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয়, তখন ঐ চার্জিত বস্তুর চার্জকে বিন্দু আধান বলা হয়।

06. কুলম্ব কাকে বলে?

উত্তরঃ দুটি সমধর্মী ও সমপরিমাণ বিন্দু চার্জকে বায়ু বা শূন্য মাধ্যমে পরস্পর হতে 1 দূরে স্থাপন করলে যদি এদের মধ্যে 9 × 10° N বিকর্ষণ বল ক্রিয়া করে তাহলে প্রত্যেকটি চার্জের পরিমাণকে একক চার্জ বা এক কুলম্ব চার্জ বলে।
সাজেশনভিত্তিক বোর্ড CQ প্রশ্নব্যাংক

07. এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে?

উত্তরঃ একটি ইলেকট্রনকে একক তড়িৎ বিভববিশিষ্ট দুটি বিন্দুর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাকে। ইলেকট্রন ভোল্ট বলে।

08. তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?

তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?
উত্তরঃ কোনো একটি তড়িৎ দ্বিমেরুর যেকোনো একটি চার্জের পরিমাণ এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের গুণফলকে দ্বিমেরু ভ্রামক (Dipole Moment) বলে।

09. আধান ঘনত্ব কী?

উত্তরঃ পরিধাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে ঐ বিন্দুতে চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে।

09. গাউসের সূত্রটি বিবৃত কর।

উত্তরঃ কোনো বন্ধতলের মধ্যদিয়ে অতিক্রান্ত মোট। তড়িৎ ফ্লাক্স (৭). ঐ তল দ্বারা বেষ্টিত মোট চার্জের গুণের সমান।

10. তড়িৎ দ্বিমেরু কাকে বলে?

স্থির তড়িৎ এর CQ অনুধাবনমূলক প্রশ্ন ও নমুনা
উত্তরঃ দুইটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকলে তাদেরকে একত্রে তড়িৎ দ্বিমেরু বলে।

11. আধানের কোয়ান্টায়ন কী?

উত্তরঃ সকল চার্জিত বস্তুর মধ্যে বিদ্যমান আধান বা চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। একে আধানের কোয়ান্টায়ন বলে।

12. পোলার ডাই-ইলেকট্রিক কাকে বলে?

পোলার ডাই-ইলেকট্রিক কাকে বলে?


উত্তরঃ যে সকল ডাই-ইলেকট্রিক পদার্থের অণুগুলোর স্থায়ীভাবে কিছু পরিমাণ পোলারিটি থাকে, অর্থাৎ অণুগুলোতে ধনাত্মক প্রান্ত ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, তাদেরকে পোলার ডাই-ইলেকট্রিক বলে। যেমনঃ পানিতে H* ও OH' এর সৃষ্টি হয়।

13. তড়িৎ বিভব কী?

উত্তরঃ অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয়, তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।

14. ধারকত্বের সংজ্ঞা দাও।

উত্তরঃ কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর ধারকত্ব বলে।

15. পরাবৈদ্যুতিক ধ্রুবক তী?

উত্তরঃ কোনো মাধ্যমে একটি পরিবাহীর ধারকত্ব ও শূন্যস্থানে ঐ পরিবাহীর ধারকত্বের অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে।

16. পরাবৈদ্যুতিক মাধ্যম কী?

উত্তরঃ দুটি আধানের মধ্যবর্তী স্থানে কোনো অন্তরক পদার্থ থাকলে তাকে সাধারণত পরাবৈদ্যুতিক মাধ্যম বলা হয়।

17. পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক কী?

উত্তরঃ যে সকল অপরিবাহী পদার্থকে তড়িৎক্ষেত্রে স্থাপন করলে পোলারায়ন ঘটে তাদেরকে ডাইইলেকট্রিক বলে।

18. তড়িচ্চালক শক্তির সংজ্ঞা দাও।

তড়িচ্চালক শক্তির সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রতি একক আধানকে কোষসমেত কোনো বর্তনীর একবিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয়। অর্থাৎ কোষ যে তড়িৎশক্তি সরবরাহ করে তাকে এঐ কোষের তড়িচ্চালক শক্তি বলে।

19. চার্জের তলমাত্রিক কাকে বলে?

উত্তরঃ পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে।

স্থির তড়িৎ এর CQ অনুধাবনমূলক প্রশ্ন ও নমুনা

01. তড়িৎ ক্ষেত্রের ধারণা ব্যাখ্যায় কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা কর।


উত্তরঃ দুটি বিন্দু আধানের মধ্যকার আকর্ষণ-বিকর্ষণ বল সংক্রান্ত সূত্র হচ্ছে কুলম্বের সূত্র। তাই কুলম্বের সূত্রের প্রাবল্য হিসাব করতে আহিত বস্তুটিকে বিন্দু চার্জ হতে হবে। বিস্তৃত আহিত বস্তু বা বণ্টিত আধানের ক্ষেত্রে কুলেম্বের সূত্র ব্যবহার সমস্যাজনক। এটিই তড়িৎক্ষেত্রের ধারণা ব্যাখ্যায় কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা।

02. কোনো ধারকের গায়ে 0.025 µF-220V লেখা থাকলে কী বুঝায়-ব্যাখ্যা কর।


উত্তরঃ কোনো ধারকের গায়ে 0.025 µF-220 V' লেখা দ্বারা বোঝায়, ধারকটিতে 220 V বিভব পার্থক্য প্রয়োগ করলে, ধারকটিতে 5.5 x 10°C বা 5.5 µC চার্জ সঞ্চিত থাকের

03. চার্জিত গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ ব্যাখ্যা কর।

উত্তরঃ চার্জিত গোলকের কেন্দ্র থেকে। দূরত্বে তড়িৎ প্রাবল্য। অর্থাৎ, অর্থাৎ, তড়িৎ প্রাবল্য কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।। এর মান যত কম প্রাবল্য তত বেশি এক্ষেত্রে। এর সর্বনিম্ন মান পূতেই পাওয়া সম্ভব। কারণ, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। তাই,। এর মান ব্যাসার্ধের সমান হলেই কেবল প্রাবল্যের সর্বোচ্চ মান পাওয়া সম্ভব।

04. কোনো বস্তুতে চার্জের মান নিরবচ্ছিন্ন হতে পারে না-য্যাখ্যা কর।

উত্তরঃ কোনো বস্তুতে চার্জের মান নিরবিচ্ছিন হতে পারে না। কারণ কোনো বস্তুতে চার্জের মান সবসময় ৫" এর চার্জের গুণিতক হয়। প্রকৃতিতে ইলেকট্রন বা প্রোটনের চার্জ হলো ন্যূনতম মানের চার্জ।

05. কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা কর।

উত্তরঃ এ কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাসমূহ নিম্নরূপঃ
  • (1) এটি শুধু বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য।
  • (ii) এটি দ্রুত গতিশীল চার্জসমূহের ক্ষেত্রে প্রযোজ্য নায়।
  • (iii) এটি 10-'m এর কম দূরত্বে এ সূত্র প্রযোজ্য নয়।
সর্বোপরি বলা যায়, যেকোনো চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে কুলম্বের সূত্র সার্বজনীন (Generalized)। নায়। এটিই হলো কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। চন্দ্র চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য হয় কিন্তু বিভব। ০ থেকে-৮০পর্যন্ত সমান থাকে।

06. কেন চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য ও বিভব উভয়ই শূন্য নয়?

কেন চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য ও বিভব উভয়ই শূন্য নয়
উত্তরঃ q আধান কোনো গোলকের পৃষ্ঠে বন্টিত থাকলে যে তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়, q আধান সেই গোলকের কেন্দ্রে অবস্থিত থাকলেও একই তড়িৎক্ষেত্র সৃষ্টি করবে, তাই গোলকের অভ্যন্তরে সর্বত্র বিভব পৃষ্ঠের বিভব, V = 1 / অন্যদিকে, চার্জিত গোলকের কেন্দ্রে, r = ০ থেকে r = r, পর্যন্ত যেকোনো দুটি বিন্দুতে বিভবের পরিবর্তন dV = 0 এবং আমরা জানি, E = - dV/dr = ০. তাই চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য।

07. একই দূরত্বে অবস্থিত দুটি চার্জের ক্রিয়াশীল বল পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা কীভাবে প্রভাবিত হয়। ব্যাখ্যা কর।

উত্তরঃ দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বল চার্জদ্বয়ের মধ্যবর্তী পরাবৈদ্যুতিক মাধ্যমের উপর নির্ভর করে।কুলম্বের সূত্রমতে, F অর্থাৎ, তড়িৎ বল তড়িৎ ভেদ্যতার উপর নির্ভরশীল। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর মান বৃদ্ধি পেলে তড়িৎ বল। এর মান কমে যায়। বিপরীত ক্ষেত্রে, এর মান কমলে ৪ এর মান বৃদ্ধি পায়। অতএব, একই দূরত্বে অবস্থিত দুটি চার্জের ক্রিয়াশীল বল পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url