ডিজিটাল মার্কেটিং কি - ডিজিটাল মার্কেটিং a to Z
ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং a to Z এ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়তে পারেন।
এই আর্টিকেলে আমরা আরো আলোচনা করছি ডিজিটাল মার্কেটিং কি কিভাবে করতে হয় এবং ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে সেরা উপায় কোনটা। এছাড়া আরও আলোচনা করছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক এ সম্বন্ধে সেগুলো জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করব
ডিজিটাল মার্কেটিং কীভাবে বা কোথা থেকে শিখব? শুধু ডিজিটাল মার্কেটিংই নয়, যেকোনো কিছু শেখার জন্য সবচেয়ে সেরা তিনটি উপায় হচ্ছে, (১) নিজে নিজে শেখা (২) প্রাইভেট টিউটরের মাধ্যমে শেখা এবং (৩) যেকোনো ইন্সটিটিউশনে ভর্তি হওয়া। আপনার পক্ষে কী পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব, কী পরিমাণ সময় ব্যয় করা সম্ভব এবং কীভাবে শিখলে আপনার জন্যে শেখাটা সহজ হবে এসবের দিকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।
আরো পড়ুনঃ মার্কেটিং করার কৌশল
ঘরে বসে শিখতে চাইলে ইউডেমি, ইডিএক্সসহ বিভিন্ন ওয়েবসাইট থেকে পেইড টিউটোরিয়াল কিনে ডাউনলোড করে নিজের ল্যাপটপে কিংবা মোবাইলেই আপনি দেখতে পারবেন এবং প্র্যাকটিস করে শিখতে পারবেন। আমি এভাবেই শিখেছি। এতে আপনি নিজের ইচ্ছেমতো রিসার্চ করতে পারবেন এবং ইংরেজি ভিডিও থাকার কারণে আপনার কাছে টার্মগুলোও সহজ হয়ে যাবে।
এছাড়াও বাংলায় অনেক পেইড টিউটোরিয়াল আছে, যেগুলো ভালো- খারাপ মিলিয়েই হয়ে থাকে। আমি সেগুলো কখনো দেখিনি বাট্রাই করি নি। তাই সেগুলো সম্পর্কে কোনো ধারণা দিতে পারছি না। তবে হ্যাঁ, কেউ কোনো টিউটোরিয়াল আপনার কাছে বিক্রি করতে চাইলে, না বুঝে কিনে ফেলবেন না। বরঞ্চ সেই টিউটোরিয়াল কতজন কিনেছে, আদৌ কেউ সেই টিউটোরিয়াল ক্রয় করেছে কি না, সেই টিউটোরিয়াল কারো কাজে এসেছে কি না ইত্যাদি বিষয় জেনে তার পরে ক্রয় করুন।
ইউডেমির ভিডিওগুলো ইংরেজি হওয়ার কারণে অনেকেই ক্রয় করতে আগ্রহী থাকেন না। কিন্তু আপনাকে দুটো বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত, ইউডেমির কোর্সগুলো যারা করায় তাদের মাঝে এমন অনেকেই রয়েছে যারা পৃথিবীর সেরা সব ডিজিটাল মার্কেটারদের মধ্যে অন্যতম। যেমন, আমি একটি কোর্স করেছিলাম, মোজের কো-ফাউন্ডার র্যান্ড ফিশকিনের।
সেখান থেকে আমি সার্টিফিকেটও পেয়েছি। সুতরাং আপনি খেয়াল রাখুন যে, আপনাকে যে কোর্সটা করানো হচ্ছেসেটা আপডেটেড কি না কিংবা সেটার টিউটর কেমন? কতটা দক্ষ সে এই বিষয়ে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনি যখন মার্কেটপ্লেসগুলোতে কাজ খুঁজবেন তখন আপনার কাজের ভাষাটা কী হবে? ইংরেজি নাকি বাংলা অবশ্যই ইংরেজি হবে।
আপনার ক্লায়েন্টরা থাকবে পুরো বিশ্বজুড়ে। তাই নয় কি? তখন ইউডেমির এই ইংরেজি ভিডিওগুলো আপনাকে সাহায্য করবে। কারণ আপনি ইউডেমির ভিডিও দেখতে দেখতেই মার্কেটিংয়ের জন্যে প্রয়োজনীয় অনেক ইংরেজি টার্ম এমনকি ইংরেজি ভাষাতেও দক্ষ হতে থাকবেন। সুতরাং, আমি সবসময়েই রেকমেন্ড করি ইংরেজি ভিডিওর দিকে।
এতে শুধুমাত্র মার্কেটিংয়ের দিকেই আপনি দক্ষ হবেন না, বরঞ্চ আপনি ইংরেজিও বেশ ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আপনি যদি ঘরে বসে পেইড টিউটোরিয়াল কিনে, দেখে শিখতে স্বাছন্দ্যবোধ না করেন তাহলে আপনি যেকোনো প্রাইভেট টিউটরের কাছেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারেন, শিখতে পারেন। এজন্যে অবশ্য আপনাকে খুঁজে বের করতে হবে যে, আপনার আশেপাশে এমন কেউ আছে কি না যিনি ডিজিটাল মার্কেটিং ক্লাস করান, প্রাইভেটলি।
ডিজিটাল মার্কেটিং কি কিভাবে করতে হয়
আপনি যদি প্রাইভেটলি ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস করতে না চান কিংবা আপনি যদি পেইড টিউটোরিয়াল দেখেও শিখতে না চান তাহলে আপনি যেকোনো ইন্সটিটিউশন থেকেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। বর্তমানে অনেক ভালো ভালো ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউশন রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং শেখায়।
আরো পড়ুনঃ অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট
আপনি তাদের কোর্সেও ভর্তি হয়ে যেতে পারেন। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোথা থেকে শিখবো এর প্রয়োজনীয়তা যতটা না জরুরী তার থেকে বেশি জরুরি হচ্ছে আপনি যেখান থেকে শিখছেন, সেখান থেকে আদৌ শিখতে পারছেন কি না কিংবা যারা শেখাচ্ছে তারা কি আপনাকে আদৌ শেখাতে পারছে কি না? এসব দেখেশুনেই আপনার ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করা উচিত।
ডিজিটাল মার্কেটিং কি
মার্কেটিংয়ের একটি প্রকারভেদ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং দুটো একই, শুধুমাত্র একটি পার্থক্য ছাড়া। আর সেই পার্থক্যটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল যন্ত্রপাতি ও ইন্টারনেটের ব্যবহার হয়, অন্যদিকে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে ইন্টারনেট ও ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করতে হয় না।
ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশকিছু ভালো সংজ্ঞা রয়েছে ইংরেজিতে। আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটা ব্যবহার করছি আমি।
উইকিপিডিয়ার মতেঃ
Digital marketing is the marketing of products or services using digital technologies, mainly on the Internet, but also including mobile phones, display advertising, and any other digital medium.
হাবস্পট ব্লগের মতেঃ
Digital marketing encompasses all marketing efforts that use an electronic device or the internet. Businesses leverage digital channels such as search engines, social media, email, and other websites to connect with current and prospective customers.
ইনভেস্টোপিডিয়ার মতেঃ
Digital marketing is the use of the internet, mobile devices, social media, search engines, and other channels to reach consumers.
বিজনেস ডিরেক্টরির মতেঃ
The promotion of products or brands via one or more forms of electronic media is called digital marketing.
ডিজিটাল মার্কেটিং a to Z
কেন ডিজিটাল মার্কেটিং করব বা করতে হয় অথবা শেখা উচিত? আশেপাশে তাকালে দেখতে পাবেন যে, এখন আপনার আশেপাশের প্রায় সবকিছুই কিন্তু হাতের মুঠোয় চলে এসেছে। একেবারে গাড়ি বাড়ি থেকে শুরু করে আপনার ঘরের বাজার, এমনকি নিজের জীবনসঙ্গিনীও মানুষ এখন অনলাইনে খুঁজে থাকে। তাই না? আপনার হাতের নাগালের মধ্যে তথ্য প্রয়োজন?
আরো পড়ুনঃ গেম খেলে টাকা আয় বিকাশে 2024
গুগলের মতো সার্চ ইঞ্জিন আছে। ঘর থেকে বাইরে গিয়ে বাজার করতে পছন্দ করেন না? অ্যামাজনের মতো শপিং বা ইকমার্স সাইটগুলো আছে। গাড়ি ঘোড়ার জন্য অপেক্ষা করতে পছন্দ করেন না? উবারের মতো সার্ভিস আছে। একসাথে নিজের কাছের মানুষের সাথে আড্ডা দিতে চান, তাও আবার ঘরে বসে? সোশ্যাল মিডিয়াগুলো আছে। দেখেছেন?
নিজের সমস্যাটা সমাধান করার জন্য কতকিছু তৈরি করা হয়েছে। আর এই নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি না সেটা কেউ প্রচার না করতো। ধরুন, আপনি একটি দোকান দিলেন কিংবা আপনি খুব ভালো লিখতে পারেন অথবা আপনি খুব ভালো ক্রাফটস তৈরি করতে পারেন। এখন আপনার এই পণ্য বা সেবা কিংবা এই গুণ সম্পর্কে আপনি যদি কাউকে না জানান, তাহলে সে কি সেটা জানতে পারবে? পারবে না।
আর এই জানানোর বিষয়টাই হচ্ছে, মার্কেটিং বা প্রচারণা। আর এই প্রচারণার কাজটি করার জন্য যখন আপনি অনলাইন কিংবা ইন্টারেন্টের সাহায্য নেবেন অর্থাৎ, একটা ওয়েবসাইট বা একটা ব্লগ অথবা একটা ফেসবুক পেইজের সাহায্য নেবেন তখন সেটাকে বলবে ডিজিটাল মার্কেটিং। আর এখন সবকিছুই চলে আসছে হাতের মুঠোয়।
যার ফলে অতিরিক্ত টাকা খরচ না করে এবং ঢাকঢোল পিটিয়ে আপনার এই গুণ সম্পর্কে না জানিয়ে ঘরে বসেই নিজের গুণটাকে ছড়িয়ে দিতে পারবেন আরো বেশি মানুষের কাছে। তাহলে কেন ডিজিটাল মার্কেটিং প্রয়োজন বুঝতে পারছেন? এখন মূল প্রশ্ন হচ্ছে, আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন?
আমি যদি বাংলাদেশের প্রেক্ষিতে কথা বলি, তাহলে বলবো ডিজিটাল মার্কেটিং এখন সময়ের সাথে সাথে জ্বলন্ত একটা আগুনের মতোই বাড়ছে।
যেটা কেউ কমাতে পারবে না, কখনোই সম্ভব নয়। এটা এমন একটা সেক্টর, যেটার কোনো শেষ নেই। যে খাতে চাকরি কিংবা কাজের কোনো অভাব নেই। কারণ পৃথিবীতে যাই তৈরি করা হোক না কেন, একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন পড়বেই। তা না হলে, কি তৈরি হয়েছে সেটা চার দেওয়ালের মাঝেই বন্দি থেকে যাবে।
আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, তার কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে শুধুমাত্র মানুষের পণ্য বা সেবা কিংবা আরেকজনকে ব্র্যান্ড করা নয় বরঞ্চ নিজেও একটা ভালো ব্র্যান্ড এবং ভালো মানুষ হয়ে উঠতে পারবেন। কথাগুলো ভাবুন। কথাগুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ যাতে না থাকে, সেটা মনে রাখবেন।
ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে সেরা উপায় কোনটা
ইন্সটিটিউশনে ভর্তি হয়ে যাবো? নাকি কোনো বড় ভাইয়ের থেকে শিখবো? নাকি অনলাইনে কোর্স করবো? কোনটা? কীভাবে শিখবো? এই প্রশ্নের অনেকগুলো উত্তর হতে পারে। তার আগে আরেকটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে শেখা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হবে।
আপনার কাছে যদি সময় থাকে, আপনার কাছে যদি সময়ের মূল্য না থাকে, তাহলে আপনি সময় ব্যয় করে সম্পূর্ণ ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। আর যদি আপনার সামনে কোনো লক্ষ্য থাকে, কোনো আইডিয়া থাকে, আপনি যদি সবকিছু ছেড়ে দিয়ে 'ডিজিটাল মার্কেটার' হিসেবে ক্যারিয়ার গড়তে চান; তাহলে অর্থ ব্যয় করুন। অন্তত ৫ হাজার টাকা হলেও অর্থ ব্যয় করুন।
ইন্সটিটিউশনে বা বড় ভাই-বোনের বাসায় গিয়ে শিখলে সুবিধা হচ্ছে, আপনি বাংলায় শিখতে পারছেন এবং কোনো প্রশ্ন করলে সেটার উত্তর সরাসরি পাচ্ছেন। আর ঘরে বসে ভিডিও দেখলে সুবিধা হচ্ছে, আপনি ইংরেজিতে ভিডিও দেখার ফলে আপনার ইংরেজি ভাষারও প্র্যাকটিস হবে যেটা আগেও বলেছি। ইংরেজিতে ভালো না হলে আপনি মার্কেটপ্লেসে কাজও ঠিকমতো করতে পারবেন না। আর সরাসরি প্রশ্ন করার অপশন না থাকায় এটা নিয়ে ভাবার সময় পাবেন, চিন্তা করতে পারবেন।
যা আপনার চিন্তাশক্তির পাশাপাশি নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করবে। তাই আবারো বলছি, মার্কেটিং শেখার জন্য সেরা পদ্ধতি যেটা আমি রেকমেন্ড করি, সেটা হচ্ছে- অনলাইনে ইংরেজি ভিডিও কোর্স দেখা। মাত্র ৫০০০ টাকায় ২০-৩০টি ভিডিও কোর্সের প্যাকেজ কিনে নিয়ে ইচ্ছেমতো দেখুন। যেখানে আটকাবেন সেটা নিয়ে ভাবুন।
সেটা নিয়ে গবেষণা করুন। টাকা থাকার পরেও অনেকে শিখতে পারেন না কারণ কি জানেন? কারণ তারা সঠিক প্রসিডিউর জানেন না। আমি তাই সবসময়েই বলি, সঠিক প্রসিডিউর আপনার সমস্যার ৪০ ভাগের সমাধান করে দেবে। বাকিটুকু আপনার ইচ্ছে, অর্থ, ধৈর্য আর শেখার আগ্রহের উপর নির্ভর করছে।
ডিজিটাল মার্কেটিং শিখতে কত টাকা খরচ হয়
উপরের সেকশনের সাথে এটা যুক্ত। তাই এই সেকশনে সরাসরি আসার পূর্বে আপনাকে উপরের সেকশনটি পড়ে আসতে হবে। যদি আপনি নিজে ঘরে বসে পেইড ভিডিও ক্রয় করে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে আপনাকে কমপক্ষে ৫০০০ টাকা খরচ করতে হবে। যদিও এটা সম্পূর্ণ নির্ভর করবে কোর্সের মডিউলের উপর।
আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে স্পেশালিস্ট হতে চান তাহলে অবশ্যই শুধুমাত্র ৫০০০ টাকা খরচ করলে হবে না। আপনি যদি কোনো প্রাইভেট টিউটরের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান, শিখতে চান তাহলে আপনাকে গুনতে হবে কমপক্ষে ২০,০০০-৫০,০০০ টাকা পর্যন্ত। যদিও সেটা নির্ভর করছে প্রাইভেট টিউটরের নিজস্ব মতামত ও কোর্সের মডিউলের উপর।
কিন্তু সাধারণত যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রাইভেট টিউশন দেয়, তারা ২০,০০০- ৫০,০০০ টাকা সম্মানি নিয়ে থাকে। আপনি যদি ইন্সটিটিউশনে ভর্তি হয়ে থাকেন, তাহলে সেই কোর্সের খরচ প্রায় ৮০০০-৩০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে অনেক ভালো ভালো ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউশন রয়েছে যারা এই খরচের মধ্যে ডিজিটাল মার্কেটিং শিখিয়ে থাকে।
আশাকরি আপনাদের ডিজিটাল মার্কেটিং কি সম্পর্কে জানাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আপনাদের অনেক উপকার হবে এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়ম মত ফলো করুন। আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন ধন্যবাদ।