জুমুআর দিন সকালে এই দোয়া পড়া - জুমুআর দিনের আমল

মসজিদে প্রবেশ করা ও বের হওয়ার সময় যে দুআ পড়বেজুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল এ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে মনোযোগ সহকারে নিম্নের আর্টিকেলটি পড়তে পারেন।
জুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল
এই আর্টিকেলে আমরা আরো আলোচনা করছি জুমুআর দিন মসজিদে প্রবেশ করার দোয়া এবং জুমুআর দিন মসজিদে প্রবেশ করার দোয়া। এছাড়া আরও আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ টপিক এর সম্বন্ধে সেগুলো জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।

জুমুআর দিনের আমল


শুক্রবার রাতে বা দিনে বেশি বেশি তিলাওয়াত, যিকির ও দুআ করা চাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ পড়া চাই। শুক্রবার দিনে সূরা কাহাফ পড়বে। ইমাম শাফেয়ি রহ. কিতাবুল উম্মে উল্লেখ করেছেন, শুক্রবার রাতেও সূরা কাহাফ পড়া আমি মুস্তাহাব মনে করি।
জুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিনের আলোচনা করতে গিয়ে বলেন- জুমুআর দিন এমন একটি বিশেষ মুহূর্ত আছে ঐ সময় বান্দা নামাজের জন্য অপেক্ষমান অবস্থায় আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাকে তাই দেন। তিনি হাতে সে মুহূর্তের স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন।' নববি রহ. বলেন, উক্ত মুহূর্তটির বিষয়ে আলেমদের মধ্যে অনেক উক্তি রয়েছে। বেশিরভাগ উলামায়ে কেরামের মতে, সেই মুহূর্তটি হল আসরের পর।
وَهُوَ قَاءِمٌ يُصَلَّيْ দ্বারা উদ্দেশ্য হল, নামাজের জন্য অপেক্ষমান। কেননা, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে সে মূলত নামাজের মাঝেই আছে। সে মুহূর্তটি সম্পর্কে দলিল হচ্ছে-

হযরত আবু মুসা আশআরি রা. থেকে বর্ণিত আছে, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি- দুআ কবুলের মুহূর্তটি হল ইমাম সাহেবের মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত।
সূরা কাহাফ পড়া ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরিফ পড়া প্রসঙ্গে অনেক হাদিস আছে। সেগুলো প্রসিদ্ধ বিধায় এখানে উল্লেখ করিনি।

জুমুআর দিন সকালে এই দোয়া পড়া

জুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল
হযরত আনাস রা. এর সূত্রে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি জুমুআর দিন সকালে এ দুআ তিনবার পড়বে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন। দুআটি হল-

أَسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণঃ আসতাগফিরুল্লাহাল লাযি লা-ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাউয়ুমু ওয়া আতুবু ইলাইহ।
অর্থঃ আমি ঐ আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, যিনি ছাড়া আর কোন মাবুদ নেই। তিনি চিরজীবি শাশ্বত। আমি তার কাছে তাওবা করি।

জুমুআর দিন মসজিদে প্রবেশ করার দোয়া

জুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল
হযরত আবু হুরায়রা রা. এর সূত্রে বাণত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমুআর দিন মসজিদে প্রবেশ করতেন, তখন তিনি মসজিদের দরজার দুই চৌকাঠ ধরে এ দুআ পড়তেন-

اللَّهُمَّ اجْعَلْنِي أَوْجَهَ مَنْ تَوَجَّهَ إِلَيْكَ، وَأَقْرَبَ مَنْ تَقَرَّبَ إِلَيْكَ، وَأَفْضَلَ مَنْ سَأَلَكَ وَرَغِبَ إِلَيْكَ

উচ্চারণঃ আল্লাহুম্মায আলনি আওযাহা মান তাওয়াজ যাহা ইলাইকা ওয়া আকরাবা মান তাকাররাবা ইলাইকা ওয়া আফদালা মান সাআলাকা ওয়া রাগিবা ইলাইক।

অর্থঃ হে আল্লাহ, আমাকে তোমার অভিমুখীদের মধ্যে বেশি অভিমুখী কর তোমার সবচেয়ে বেশি নিকটবর্তী কর। যারা তোমার কাছে প্রার্থনা করে, তোমার প্রতি ধাবিত হয় তাদের মধ্যে আমাকে শ্রেষ্ঠ বানাও।' নববি রহ. বলেন, উক্ত দুআটি এভাবে বলা চাই-

اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ أَوْجَهِ مَنْ تَوَجَّهَ إِلَيْكَ، وَمِنْ أَقْرَبِ مَنْ تَقَرَّبَ إِلَيْكَ، وَمِنْ أَفْضَلِ مَنْ سَأَلَكَ وَرَغِبَ إِلَيْكَ 

উচ্চারণঃ আল্লাহুম্মায আলনি মিন আওযাহি মান তাওয়াযযাহা ইলাইকা, ওয়া মিন আকরাবি মান তাকাররাবা ইলাইকা, ওয়া মিন আফদালি মান সাআলাকা ওয়া রাগিবা ইলাইক।

অর্থঃ হে আল্লাহ, আমাকে তোমার অভিমুখীদের মধ্যে বেশি অভিমুখী কর তোমার সবচেয়ে বেশি নিকটবর্তী কর। যারা তোমার কাছে প্রার্থনা করে, তোমার প্রতি ধাবিত হয় তাদের মধ্যে আমাকে শ্রেষ্ঠ বানাও। -অর্থাৎ প্রতিটি বাক্যের শুরুতে (মিন) অব্যয় বাড়িয়ে বলা চাই।
জুমুআর দিন জুমুআর নামাজে এবং ফজরের নামাজে কী কিরাত পড়বে তা পূর্বে নামাজের উল্লেখ করা হয়েছে।

হযরত আয়েশা রা. এর সূত্রে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি জুমুআর নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস সাতবার পড়বে, আল্লাহ তাআলা পরবর্তী জুমুআ পর্যন্ত সকল সমস্যা দূর করে দিবেন।'

জুমুআর নামাজের পর যিকির করা মুস্তাহাব

জুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল
জুমুআর নামাজের পর বেশি বেশি যিকির করা মুস্তাহাব। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন- জুমআর নামাজ আদায় হয়ে গেলে তোমরা রিজিকের তালাশে জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর এবং বেশি বেশি আল্লাহর যিকির কর।'
জুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল
জুমুআর দিন সকালে এই দোয়া পড়া এবং জুমুআর দিনের আমল এ সম্পর্কে জানাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আপনাদের অনেক উপকার হবে। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়ম মত ফলো করুন। আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন