মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় - মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় এবং মেয়েদের ঘরে বসে আয় করার উপায় এ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে মনোযোগ সহকারে নিম্নের আর্টিকেলটি পড়তে পারেন।
মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় - মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
এই আর্টিকেলে আমরা আরো আলোচনা করছি মাসে লাখ টাকা আয় করার উপায় এবং ঘরে বসে প্যাসিভ ইনকাম করার ১০টি উপায়। এছাড়া আরও আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ টপিক এর সম্বন্ধে সেগুলো জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।

বিপণন কৌশল এবং সামরিক কৌশলের মধ্যে অনেক মিল আছে। উভয় কৌশলের উদ্দেশ্য হলো জয়লাভ করা, চাই সে বাজারে হোক কিংবা যুদ্ধক্ষেত্রে। প্রত্যেকটা সফল সামরিক অভিযানের পেছনে আছে তথ্য এবং শত্রুর ব্যাপারে জ্ঞান। তেমনি সবগুলো সফল মার্কেটিং ক্যাম্পেইন-ও নির্ভর করে উন্নত গবেষণা এবং বাজার সংক্রান্ত জ্ঞানের ওপর... অর্থাৎ আপনার প্রতিযোগীরা কী করছে এবং বাজারে আর কী চলছে তা জানা।
মনে রাখবেন, আপনি স্টিভ জবস নন। ক্রেতারা কী কিনবে বা কিনবে না-সে সম্পর্কে নিজের অনুভূতি বা মতামতের ওপর নির্ভর করা কখনই ভালো পন্থা নয়। আপনাকে আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং ধারণাকে বাজার-গবেষণার শীতল, কঠোর বাস্তবতা এবং অন্যান্য লোকের মতামতের আলোকে বারংবার বদলাতে হবে।

ঘরে বসে প্যাসিভ ইনকাম করার ১০টি উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় - মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
বর্তমানে বিভিন্ন কার্যকর অথচ সন্তা উপায়ে বাজার-গবেষণা করা যেতে পারে। আপনার প্রথম পদক্ষেপই হওয়া উচিত ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক- জরিপ করা। এ ব্যাপারে আমাদের প্রিয় হলো (Survey Monkey.com); সম্পূর্ণ বিনামূল্য সাইটটি দ্রুত কিছু প্রশ্নের মাধ্যমে একটি বিশাল জনগোষ্ঠীর মাঝে জরিপ চালাতে সাহায্য করবে; সেই সঙ্গে আপনার মার্কেটিং সংক্রান্ত প্রশ্নের জবাব খুঁজে পেতেও। 
আপনি আপনার ক্রেতাদের নাম এবং অতীতে যারা কিছু কেনেনি, তাদেরকেও ব্যবহার করে মেইলিং তালিকা তৈরি করতে পারেন। বাজার-গবেষণার আরেকটি উপায়, যেমনটি আমি আগের অধ্যায়ে উল্লেখ করেছি, তা হলো: আপনার সেরা কিছু ক্রেতা যারা আপনার 'পছন্দের ক্রেতা' কে সরাসরি টেলিফোন করে আপনার নতুন প্রোডাক্ট আইডিয়া সম্পর্কে তাদের মতামত এবং পরামর্শ চাওয়া। 

সম্ভব হলে তাদের মধ্যে কয়েকজনকে দুপুরের খাবারের...এমনকি রাতের খাবারের পরে মিটিঙের প্রস্তাবও দিতে পারেন। তাদের অকপট মন্তব্য এবং পর্যবেক্ষণ আপনার জন্য অমূল্য হতে পারে। বাজার-গবেষণার আরও একটি উপায়, যা প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয়ও, হলো ফোকাস গ্রুপ ব্যবহার করা। 
একদল ক্রেতা কিংবা সম্ভাব্য- ক্রেতাদেরকে ডাকুন, তাদেরকে একটি টেবিলে বসিয়ে ইচ্ছেমতো প্রশ্ন করুন আপনার নতুন পণ্য বা সেবার ধারণাটাকে নিয়ে। আপনার শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো তারা ধরিয়ে দেবে, আপনার মূল্য নির্ধারণের ব্যাপারে মতামত দেবে। তেমনি মন্তব্য করবে আপনার প্যাকেজিঙের ব্যাপারেও। 

এক কথায়, ইচ্ছেমতো বিষয়ে তাদের প্রশ্ন করতে পারবেন আপনি-যাদের মাঝে আপনার প্রতিদ্বন্দ্বীরাও আছে! ঘরে বসে প্যাসিভ ইনকাম অর্জনের জন্য অনেক উপায় রয়েছে। নিচে ১০টি জনপ্রিয় এবং কার্যকর উপায় তুলে ধরা হলোঃ
  • ১. অনলাইন কোর্স তৈরি ও বিক্রি
  • ২. ই-বুক লিখুন ও প্রকাশ করুন
  • ৩. ইউটিউব চ্যানেল চালু করা
  • ৪. অ্যাফিলিয়েট মার্কেটিং
  • ৫. ডিজিটাল পণ্য বিক্রি
  • ৬. স্টক ফটোগ্রাফি বা ভিডিও বিক্রি
  • ৭. ব্লগিং এবং গুগল অ্যাডসেন্স
  • ৮. ক্রিপ্টোকারেন্সি স্টেকিং
  • ৯. রিয়েল এস্টেট ক্রাউডফান্ডিং
  • ১০. ডিভিডেন্ড স্টক ইনভেস্টমেন্ট
আপনার দক্ষতা, আগ্রহ এবং আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এই উপায়গুলো থেকে বেছে নিন। ধৈর্য এবং পরিকল্পনা থাকলে, প্যাসিভ ইনকামের মাধ্যমে দীর্ঘমেয়াদী আয় তৈরি করা সম্ভব।

মাসে লাখ টাকা আয় করার উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় - মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
মাসে লাখ টাকা আয় করার উপায় সফল বাজার-গবেষণা সঠিক বিশ্লেষণ এবং সঠিক প্রশ্নের সঠিক উত্তরের ওপর নির্ভর করে। এখানে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যা আপনাকে আমলে আনতেই হবে।
আপনার গ্রাহক কে?
এখন আপনার পণ্য কে কিনছে? অতীতে কে কিনেছিল? ভবিষ্যতে কে কিনতে পারে? তাদের বয়স, শিক্ষার স্তর, আয়, বর্তমান রুচি বা ভোগের ধরন, পেশা, পারিবারিক কাঠামো ইত্যাদি কী কী? এই প্রশ্নই হলো আপনার ক্রেতাদের ডেমোগ্রাফিক বা তাদের সম্পর্কিত তথ্য যা আমরা আমলে নিতে পারি। বাজার-গবেষণার সূচনাও হবে এসবের হাত ধরেই। আরও জানতে হবে আপনার ক্রেতাদের মানসিক গড়নও...যার মাঝে আছে: তাদের চিন্তা, অনুভূতি, মূল্যবোধ, মনোভাব, চাহিদা, আশা, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা।

আপনার ক্রেতারা কোথায়?
কখন এবং কীভাবে আপনার পণ্য বা সেবা বাজারজাত করতে যাচ্ছেন, তা নির্ধারণে ভূগোল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনার ক্রেতারা কি শহুরে? নাকি গ্রামীণ? ধনী পাড়ায় বাস করে? নাকি মধ্যবিত্ত এলাকায়?
ডেবি ফিল্ডস প্রথম যে কুকি স্টোরটি খুলেছিলেন সেটি ব্যর্থ হয়েছিল। খুচরো-বিক্রি সম্পর্কে তার অজ্ঞতার কারণে, তিনি মূল সড়কের মোড় থেকে কয়েক কদম দূরে একটা পার্শ্বরাস্তায় স্থাপন করেছিলেন... সম্ভাব্য ক্রেতারা ওই মোড়ে ভিড় জমাতো। 
ফলশ্রুতিতে বলতে গেলে কেউই তার দোকানে পা রাখেনি, কুকিও তেমন একটা বিক্রি করতে পারেননি তিনি। যখন তিনি তার দ্বিতীয় মিসেস ফিল্ডস স্টোরটি খুললেন, তখন বেশি ভাড়া দিয়ে একটি প্রধান ফুটপাতে দোকান নিয়েছিলেন। মানুষ প্রত্যহ তার দোকানের সামনে দিয়ে আসা-যাওয়া করায়, কাচের আড়ালে প্রদর্শিত কুকিগুলো ঠিকই তাদের নজরে পড়ে যায়। বাকিটা ইতিহাস। একসময় দেখা গেল, ডেবি ফিল্ডস ৩০০ টিরও বেশি দোকানের মালিক এবং তার মোট সম্পদ ৫০০ মিলিয়ন ডলার!

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় - মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
আপনার ক্রেতারা কীভাবে কেনে?
এই তৃতীয় প্রশ্নটি জানতে চায়: আপনার ক্রেতা সাধারণত সরাসরি ডাকে কিনে থাকে আপনার পণ্য? নাকি পাইকারি, খুচরা বা অনলাইনের মাধ্যমে? নেপোলিয়ন হিল একবার লিখেছিলেন, 'কখনো মানুষের স্বভাব লঙ্ঘন করে জেতার চেষ্টা করো না।' তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে মানুষ অভ্যাসের দাস। তারা একটি নির্দিষ্ট উপায়ে জিনিস কিনতে অভ্যন্ত। 
যে পদ্ধতিতে অভ্যন্ত, তার চাইতে ভিন্ন কোনো পদ্ধতিতে জিনিস কিনতে তাদের অনেক সময় লেগে যাবে...যদি আদৌও কিনতে পারে তো! নিঃসন্দেহে এর ব্যতিক্রমও আছে। মেয়েদের ঘরে বসে আয় করার উপায় আমাজনের কথাই ধরুন। পেশা ও সংসার জীবনের দায়িত্ব নিয়ে ব্যস্ত নর-নারীরা আমাজন থেকে অর্ডার করে দ্রুত কোনো পণ্য বা সেবা পেতে পারেন; অথচ নিজেরা দোকানে গিয়ে পণ্য বা সেবা কিনতে গেলে বাড়তি সময় খরচ হবে...যা তাদের হাতে নেই এবং যার পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে।

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় - মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
চূড়ান্ত প্রশ্নটি হলো: 'পণ্যটি কেন ব্যবহার করা হচ্ছে বা কেনা হচ্ছে?' মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় আপনার ক্রেতারা পণ্য বা সেবা কেনার পরে কী সেটাকে কোন কাজে লাগাতে চায়? আসলে ক্রেতারা নিছক পণ্য বা সেবা কেনে না। তারা সেই সুবিধা, পরিবর্তন, উন্নতি বা ফলাফল কিনে থাকে যা তারা পণ্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার ফলে উপভোগ করার প্রত্যাশা করে। খোদ আপনার কাছ থেকে পণ্য কেনার কারণে ক্রেতারা কীভাবে লাভবান হবে যা আপনার কোনো প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে কিনলে হতো না-তা আপনাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে হবে।

একটি সহজ আবিষ্কার
আমার ব্যাবসায়িক জীবনে, বাজার-গবেষণায় সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে বলা যায়। একটি ভালো উদাহরণ হলো জাপান থেকে আমাদের সুজুকি ফোর-হুইল-ড্রাইভ গাড়ি আমদানি করা। আমরা পশ্চিম কানাডা জুড়ে পঁয়ষট্টিটি ডিলারশিপ স্থাপন করি। কোথাও সফল হই, কোথাও আশাহত। আমরা একটা বাজার-গবেষণাকারী ফার্মকে 'দ্রুত কিন্তু প্রশ্নবিদ্ধ' গবেষণা করার জন্য নিয়োগ দিই। 
যাতে আমাদের গাড়ি কে কিনছে এবং কোত্থেকে আমরা সর্বোচ্চ বিক্রয় পাচ্ছি তা জানতে পারি। প্রতিষ্ঠানটি আমাদের কয়েক শত ক্রেতাকে টেলিফোন করে। আবিষ্কার করে: যারা এই কাঁচা রাস্তায় চলাচলক্ষম গাড়ি কিনছে, তারা পাহাড় এবং তার আশপাশের এলাকার; অর্থাৎ এমন এলাকার অধিবাসী যেখানে ফোর- হুইল ড্রাইভ খুব দরকারি। 

সমতল এলাকায় এবং শহরে বসবাসকারীদের মাঝে ফোর-হুইল ড্রাইভ গাড়ির চাহিদা কম...তাই সেখানকার সম্ভাব্য ক্রেতার সংখ্যা খারাপ। গবেষণাটি শেষ হলে, ফলাফল আমাদের কাছে বেশ যৌক্তিক বলে মনে হয়েছিল। কিন্তু গবেষণাটি না করা পর্যন্ত আমরা একদম ধরতেই পারিনি যে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ! 
মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় - মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
যাই হোক, এই ফলের ওপর ভিত্তি করে আমরা আমাদের বিজ্ঞাপনের খরচ, আমাদের প্রচারমূলক ক্রিয়াকলাপ এবং ডিলারদের জন্য আমাদের গাড়ির বরাদ্দে পরিবর্তন আনি। আমাদের বিক্রয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে! আমরা এমন লোকদের কাছে বিক্রির চেষ্টা বন্ধ করে দিই যাদের ক্রেতা হবার সম্ভাবনা কম, এবং সমস্ত প্রচেষ্টা তাদের ওপর স্থির করি যাদের দ্রুত ক্রেতায় পরিণত হবার সম্ভাবনা বেশি ছিল।

আশা করি আপনাদের মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় এবং মেয়েদের ঘরে বসে আয় করার উপায় এ সম্পর্কে জানাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আপনাদের অনেক উপকার হবে। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়ম মত ফলো করুন। আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন