বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট - অনলাইন কেনাকাটা বাংলাদেশ
বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট এবং অনলাইন কেনাকাটা বাংলাদেশ এ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে মনোযোগ সহকারে নিম্নের আর্টিকেলটি পড়তে পারেন।
এই আর্টিকেলে আমরা আরো আলোচনা করছি অনলাইন শপিং বিডি ঢাকা এবং অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট। এছাড়া আরও আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ টপিক এর সম্বন্ধে সেগুলো জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
অনলাইন কেনাকাটা বাংলাদেশ
মানুষ কেনাকাটা করে কেন মানুষ পণ্য বা সেবা কেনে তাদের চাহিদা পূরণের জন্য। অর্থনীতি বলে: আপনার আর আমার প্রতিটি পদক্ষেপের পেছনে নিয়ামক হিসেবে কাজ করে 'অতৃপ্তির অনুভূতি'। আমরা কোনো কারণে আমাদের বর্তমান অবস্থায় অতৃপ্ত বোধ করি। এই কারণেই, আমরা অতৃপ্তি দূর করার জন্য ভেতর থেকে একধরনের তাড়না অনুভব করি।
একটি পিনের ওপর বসার কথা কল্পনা করুন। অস্বস্তি ও ব্যথার উপশম করতে সঙ্গে সঙ্গে আপনি কিছু একটা করবেন...যেন শারীরিক ও মানসিক অতৃপ্তি দূর হয়; অথচ সেই কাজের সঙ্গে হয়তো পিনের কোনো সম্পর্কই নেই। মানুষ-প্রেরণার একটি নীতি আছে যা দি এবিসি নীতি নামে পরিচিত। অনলাইন কেনাকাটা বাংলাদেশ এই ক্ষেত্রে এ মানে অ্যান্টেসিডেন্ট কিংবা পূর্বগামিতা, বি মানে বিহেভিয়ার বা আচরণ এবং সি মানে কনসিকুয়েন্স বা পরিণতি।
পূর্বগামীতা যেকোনো পণ্য কেনার কিংবা কোনো পদক্ষেপ নেবার পেছনে অনুপ্রেরণার ১৫ শতাংশের জন্য দায়ী। অনলাইন কেনাকাটা বাংলাদেশ এর মাঝে রয়েছে পূর্বেকার অভিজ্ঞতা, ভাবনা, আবেগ এবং আরও অনেক বিষয়। আবার পরিণতি দায়ী ৮৫ শতাংশ অনুপ্রেরণার জন্য, যার ফলে আপনি কোনো পণ্য কিংবা সেবা কিনে থাকেন।
মধ্যখানের বি, যা দ্বারা আচরণ বোঝায়, হচ্ছে পূর্বগামিতা থেকে পরিণতিতে পৌঁছুবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। অনলাইন কেনাকাটা বাংলাদেশ এই সরল মডেলে, পূর্বগামিতা হলো অতৃপ্তির অনুভূতি; চাই সেটা ক্রেতার আভ্যন্তরীণ হোক, কিংবা বিজ্ঞাপন অথবা প্রচারের কারণে উদ্ভূত হোক। আর পরিণতি হলো তৃপ্তির অনুভূতি যা ক্রেতা আপনার পণ্য বা সেবা কেনা এবং ব্যবহার করে উপভোগ করার আশা রাখে।
আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইন ব্যবসা
আচরণ হলো সেই পদক্ষেপ যা ক্রেতাকে এ থেকে সি-তে নিয়ে যায়। বাংলাদেশে অনলাইন কেনাকাটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এটি বিশেষত শহরাঞ্চলে ব্যস্ত জীবনযাপনের জন্য সময় বাঁচানোর একটি সহজ সমাধান।অনলাইন কেনাকাটার সুবিধা দোকানে যাওয়ার প্রয়োজন নেই। যেকোনো জায়গা থেকে অর্ডার করা যায়।
অনলাইন শপগুলোতে নিয়মিত বিভিন্ন অফার ও ছাড় পাওয়া যায়। দেশের প্রায় সব জায়গায় হোম ডেলিভারি সেবা রয়েছে। পণ্য কেনার আগে ব্যবহারকারীদের রিভিউ দেখে সিদ্ধান্ত নেওয়া যায়। নকল বা মানহীন পণ্য এড়ানোর জন্য জনপ্রিয় এবং রিভিউযুক্ত সাইট থেকে কেনাকাটা করুন। ক্যাশ অন ডেলিভারি বেছে নিন, বিশেষত নতুন সাইট থেকে কেনাকাটার ক্ষেত্রে।
অনলাইন শপিং বিডি ঢাকা
স্বচ্ছতা অপরিহার্যতা আপনার পণ্য কেনার জন্য পদক্ষেপ নিতে ব্যর্থ হবার কিংবা ক্রেতার নিস্পৃহতার একটা মুখ্য কারণ হলো: বিজ্ঞাপন বা প্রচারমূলক কার্যক্রম দেখেও সম্ভাব্য ক্রেতারা আপনার পণ্য বা সেবা কিনে কীভাবে লাভবান হবে তা বুঝতে পারে না। তারচেয়ে বড়ো কথা, আপনার পণ্য বা সেবার সাহায্যে সে বর্তমানের অতৃপ্ত অবস্থা থেকে কীভাবে অনেক ভালো একটা অবস্থায় পৌঁছতে পারবে তা ধরতে পারে না।
আর তাই খরচটাকে যৌক্তিক বলে মনেও করতে পারে না! অনলাইন শপিং বিডি ঢাকা অনলাইন শপিং এর মধ্যে অনেক অনলাইন শপিং হয়েছে তার মধ্যে বিডি ঢাকা এটা একটি। ক্রেতারা পণ্য কিংবা সেবা খরিদ করে তাদের অবস্থা কোনো-না-কোনো ভাবে উন্নত করার জন্য-আরও বেশি তৃপ্তি লাভের আশায়।
তারা কখনোই কিছু কিনবে না যদি না অনুভব করে যে তাদের অবস্থার যে উন্নতি হবে তার জন্য খরচ করা এবং কেনার হ্যাপা পোহানো যথেষ্ট হবে। তাই সম্ভাব্য ক্রেতা কীভাবে আরও ভালো অবস্থায় যেতে পারবে, সে বিষয়টা আপনার মার্কেটিং প্রচেষ্টার কেন্দ্রে থাকতে হবে। তাহলেই বিজ্ঞাপন ও প্রচারে সফলতা লাভ করতে পারবেন অনলাইন শপিং বিডি ঢাকা।
যে সমস্যার সমাধান করতে হবে
মানুষ আসলে তাদের সমস্যার সমাধান খরিদ করে। তাই মনে রাখবেন কয়েকটা শব্দ: যে সমস্যার সমাধান করতে হবে। আপনার সম্ভাব্য খদ্দেরের কোন সমস্যাটার সমাধান করতে পারবে আপনার পণ্য কিংবা সেবা? চাহিদা পূরণের সামগ্রী কেনে মানুষ। তো আপনার সম্ভাব্য খদ্দেরের কোন কোন চাহিদা মেটাতে পারবে আপনার পণ্য কিংবা সেবা?
আরো পড়ুনঃ মার্কেটিং করার কৌশল
মানুষ কেনাকাটা করে যাতে তাদের লক্ষ্য অর্জিত হয়। আপনার পণ্য বা সেবা আপনার ক্রেতাকে কোন লক্ষ্য অর্জনে সাহায্য করবে? আর গ্রাহক কেন টাকা, সময় খরচ করে... হ্যাপা সয়ে সেটা কিনবে? কেন সেই পণ্য বা সেবার এত গুরুত্ব? মানুষ কেনে কারণ তাদের এমন একটি ব্যথা আছে যার উপশম আপনার পণ্য বা সেবা প্রদান করতে পারে। কী সেই ব্যথা, যা আপনার পণ্য বা সেবা দূর করে দিতে পারে?
অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট
ক্রেতাদের অনুভূতি কেমন হবে? থিয়োডর লেভিটের হার্ভার্ডে করা গবেষণা থেকে বেরিয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে একটি হলো: পণ্য কিংবা সেবা খরিদ করার ফলে তারা যে আনন্দ পাবে, সেটার আশার কারণেই মানুষ কেনাকাটা করে। আর অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে আপনি যা বিক্রি করেন তা কেনার সময় আপনার ক্রেতারা ঠিক কোন অনুভূতিটি পায়?
সেই অনুভূতির জন্ম কিন্তু আপনার পণ্য বা সেবা থেকে হয় না; বরঞ্চ ওগুলো যে আবেগটাকে তাড়িত করে, সেটাই হলো ক্রেতার অনুভূতি। অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে মানসিক তৃপ্তির-আবেগের বশবর্তী হয়ে-মানুষজন কেনাকাটা করে থাকে। ক্রয়ের এটাই সবচাইতে বড়ো কারণ, অন্য যে কোনো কারণের চাইতেও বেশি।
অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে আপনার পণ্য কিংবা সেবা কেনার ফলে, ক্রেতা যে অনুভূতিগুলো পাবে তাদের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটি? এই কারণেই পণ্যের গুণমান, গ্রাহক-সেবা এবং বিশেষত যোগাযোগ - সংক্রান্ত ব্যাপারগুলো এতটা গুরুত্বপূর্ণ। এগুলি ক্রেতার মনে পণ্য বা সেবার ব্যাপারে আবেগের জন্ম দেয়।
আরো পড়ুনঃ অনলাইনে ব্যবসা করে কোটিপতি
জন্ম দেয় নিরাপত্তা, আরাম, সম্মান, উষ্ণতা এবং ব্যক্তিগত সংযোগের অনুভূতি। অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে আপনার পণ্য বা সেবা কেনার কথা ভাবলে আপনার ক্রেতা ঠিক কোন অনুভূতিটি প্রত্যাশা করে? আপনি কীভাবে আপনার আদর্শ ক্রেতাদের মধ্যে এই আবেগকে তাড়িত করার জন্য আপনার মার্কেটিং প্রচেষ্টাকে সাজাতে পারেন?
সময় কিংবা অর্থ সঞ্চয় বা উপার্জন
ব্যবসার সঙ্গে জড়িত মানুষজন পণ্য কিংবা সেবা কেনে সময় কিংবা অর্থ উপার্জনের জন্য। ব্যাবসায়িক ফলাফলের দৃষ্টিকোণ থেকে-সময় এবং অর্থ প্রায় একই। সময় বা অর্থ সাশ্রয়... অথবা সময় বা অর্থ লাভই ব্যবসার ওপর নির্ভরশীল মানুষদের মূল উদ্দীপনা জোগায়। তারা তাদের সফলতা এবং নিরাপত্তার জন্য ব্যক্তিগত ও আর্থিক ফলাফলের দিকে চেয়ে থাকে।
অনলাইনে কেনাকাটার সুবিধা
লাভের আকাঙ্ক্ষা, লোকসানের ভয়
লাভের আকাঙ্ক্ষা ও লোকসানের ভয়ঃ মূলত এই দুই উদ্দীপনাই মানুষের সব ধরনের কাজের জন্য দায়ী। আপনার পণ্য কিংবা সেবা এই দুই উদ্দীপনার সঙ্গে কতটা সম্পর্কিত? কীভাবে ক্রেতারা যা চায় তা পেতে অথবা তাদের মূল্যবান কিছু হারানো এড়াতে সাহায্য করবে আপনার পণ্য বা সেবা? ক্রেতার যত বেশি এই দুই মৌলিক প্রয়োজনের একটা থাকবে, আপনার পণ্যের সরাসরি আবেদন ততবেশি কার্যকরী হবে।
বেঁচে থাকা এবং নিরাপত্তার চাহিদা সবচাইতে শক্তিশালী উদ্দীপক। মানুষ বেঁচে থাকতে চায়, চায় নিরাপদ থাকতে। আর সেজন্য, অর্থাৎ নিরাপত্তা ও ঝুঁকিহীন জীবন না হারাবার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। যদি আপনার পণ্য নিরাপত্তা-সংক্রান্ত উদ্দীপনাকে জাগিয়ে তুলতে সক্ষম হয়-যেমন স্মোক অ্যালার্মঅলা একটা হোম সিকিউরিটি সিস্টেম-তাহলে আপনার উপস্থাপনাও হবে একেবারে মৌলিক।
যেমনঃ 'রাতের বেলা আপনার পরিবারকে মরতে দেবেন না। দরকারি নিরাপত্তা নিশ্চিত করুন।' এই ধরনের বার্তা সরাসরি ক্রেতার মূলে নাড়া দিয়ে তাকে কেনার মতো কিছু একটা করার জন্য উদ্দীপিত করে। যদি আপনি কোনো জটিল কিংবা পরোক্ষ চাহিদা পূরণের পণ্য বিক্রি করেন-যেমন সুগন্ধি কিংবা অলংকার-তাহলে আপনার পদক্ষেপ হতে হবে আরও সূক্ষ্ম।
আরো পড়ুনঃ অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট
সম্ভবত সুগন্ধির সবচাইতে বিখ্যাত বিজ্ঞাপন ছিল বিলবোর্ড আর ম্যাগাজিনের সচিত্র ও পূর্ণ পাতার বিজ্ঞাপন যাতে দেখা যাচ্ছিল ক্যাথেরিন ডেন্যুভকে। শ্যানেল নাম্বার ফাইভের একটা শিশি পাশে রেখে তিনি বলছিলেন, 'তুমি এর যোগ্য!'
বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট
১৯৯৬ সালে যখন স্টিভ জবস অ্যাপেলে ফিরে আসেন, তখন কোম্পানিটি প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন: বিশ বছরেরও বেশি সময় ধরে যে পণ্যগুলির প্রচার তারা করছেন, সেগুলো বিক্রয় করে কোম্পানিটি বড়ো হতে পারবে না। একটা যুগান্তকারী পণ্য দরকার তাদের, যা একেবারে নতুন একটি বাজার তাদেরকে এনে দেবে।
শেষ পর্যন্ত যে পণ্যটি এই কাজের জন্য তিনি বেছে নেন তা হলো: আইপড। আইপড উৎপাদনের জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির প্রয়োজন হলো, পুরাতন প্রযুক্তিকে বদলাতে হলো লক্ষ্য পূরণের জন্য। তবে সবচাইতে বেশি দরকার হলো 'পকেট ডিভাইস'-এ গান বাজানো, শ্রোতার কাছে পৌঁছানো ও বিক্রির বাজার তৈরি করা।
পণ্যটির উন্নয়নের পর অ্যাপেলকে নিতে হয়েছে আরও অনেক পদক্ষেপ: বড়ো বড়ো রেকর্ড কোম্পানিদের সঙ্গে একটি গান বিক্রির জন্য চুক্তি করা, আইটিউনসের অনলাইন দোকান স্থাপন, বাজারে প্রবেশের প্রস্তুতি নেওয়া ইত্যাদি। তারপরও একটা সহজ-সরল স্লোগান খুঁজছিল তারা, যা আইপডের সুবিধাগুলো এমনসব মানুষের কাছে তুলে ধরবে যারা এমন কোনো পণ্য আগে দেখেনি... ব্যবহার তো দূরের কথা!
পঞ্চাশ শতাংশ লাভের মার্জিন রেখে অ্যাপেল ৫০ মিলিয়ন আইপড বিক্রি করে। বর্তমানে বিশ্বের সবচাইতে মূল্যবান কোম্পানির পথে তাদের যাত্রা শুরু হয় এই একটা পণ্যের হাত ধরে। আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ পণ্য কিংবা ধরনের শ্লোগান কী হতে পারে? ক্রেতাদের কাছে আপনার নিজেকে উপস্থাপনার পদ্ধতিতে মাত্র একটা পরিবর্তনই পারে আপনার বিপণন ও বিক্রির খোলনলচে পালটে দিতে। বাংলাদেশে জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইটগুলোর তালিকা নিচে দেওয়া হলো। এগুলো থেকে বিভিন্ন পণ্য সহজে কেনাকাটা করা যায়ঃ
- Daraz Bangladesh
- Evaly (এভ্যালি)
- Pickaboo
- AjkerDeal
- Bagdoom
- Shajgoj
- Chaldal (গ্রোসারি)
- Bikroy.com (বিক্রয় এবং কেনা)
অনেক ছোট ব্যবসা ফেসবুক পেজের মাধ্যমে পরিচালিত হয়। ফেসবুক পেজের মাধ্যমে পোশাক, গয়না, বা হোম ডেকর আইটেম ক্রয়, বিভিন্ন Instagram শপ। আপনার বিশেষ প্রয়োজন অনুযায়ী সাইট বাছাই করতে পারেন। অনলাইন কেনাকাটার সময় নির্ভরযোগ্যতা এবং রিভিউ চেক করা জরুরি।
আশা করি আপনাদের বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট এবং অনলাইন কেনাকাটা বাংলাদেশ এ সম্পর্কে জানাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আপনাদের অনেক উপকার হবে। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়ম মত ফলো করুন। আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন ধন্যবাদ।