Privacy and Policy

 Privacy and Policy

ওয়েবসাইটের গোপনীয়তা নীতি (Privacy Policy) হলো একটি আইনি দলিল যা ব্যবহারকারীদেরকে জানায় কিভাবে ওয়েবসাইট তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার, শেয়ার এবং সুরক্ষিত করে। গোপনীয়তা নীতি ব্যবহারকারীদেরকে তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে সাহায্য করে।

১। এসএল ট্রিক্স এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেনের স্বত্বাধিকারী কেবল এসএল ট্রিক্স ই। যেকোনো উদ্দেশ্যে এই সাইটের প্রকাশিত কোন পোস্ট বা পেজের কনটেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। তবে পোস্ট বা পেজের কোন কনটেন্ট অংশবিশেষ কপি করে অন্যত্রে প্রকাশ করা যাবে সে ক্ষেত্রে এসএল ট্রিক্স ওয়েবসাইটের Do follow লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।

২। এসএল ট্রিক্সটিতে প্রকাশিত ব্লগ পোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা / ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয় ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে। মূল কনটেন্টেটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও ভাষাতে প্রকাশিত হোক এটি যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট এডমিনকে অবহিত করুন।

৩। তাছাড়াও যদি কোন ব্লক রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেলটি হুবহু কপি করে এসএল ট্রিক্সটিতে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলটির অংশবিশেষ অন্য কোথাও বিবাহিত নিষেধ তাহলে ওয়েব সাইটে এডমিনকে অবহিত করুন।
    
ব্যবহারকারীরা যদি গোপনীয়তা নীতি সম্পর্কে কোন প্রশ্ন বা উদ্বেগ থাকে, তবে তারা এসএল ট্রিক্স ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারেন। গোপনীয়তা নীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, যা ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন এবং আইনি বাধ্যবাধকতা পূরণে সহায়ক। এটি ওয়েবসাইটের একটি আলাদা পৃষ্ঠায় স্পষ্টভাবে প্রদর্শিত হওয়া উচিত, যাতে ব্যবহারকারীরা সহজেই এটি অ্যাক্সেস করতে পারেন।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url